খুলনা ব্যুরো: ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কয়রার বাগালি ইউনিয়ন আওয়ামী লীগ ও বাগালি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট রোববার বেলা তিনটায় নজরুল ইসলামের সঞ্চালনায় ও বাগালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজীর সভাপতিত্বে, বাগালী ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা ৬ (কয়রাপাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসীন রেজা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি,আ’লীগ নেতা সাইফুল্লাহ আল মামুন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন,খগেন্দ্র নাথ মন্ডল,অধ্যক্ষ চয়ন কুমার রায়,সাংগঠনিক সম্পাদক মো.জাফরুল ইসলাম পাড়। বক্তব্য রাখেন,আ’লীগ নেতা সরদার হারুন অর রশিদ,দিদারুল ইসলাম মাস্টার খায়রুল আলম,রাম পদ বাহাদুর,দীনেশ মন্ডল,সাবেক ছাত্রলীগ নেতা জিএম মেজবাহউদ্দিন মাসুম,মহিলা আ’ লীগ সভানেত্রী নীলিমা চক্রবর্তী, সুমাইয়া আমিন লতা, ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, জিয়াউর রহমান জুয়েল, নির্মল দাস সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন আব্দুর রকিব গাজি, আক্তারুল ইসলাম সৌরভ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু সাধারণ সম্পাদক মো: আমিনুল হক বাদল প্রমুখ। আলোচনা শেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জিএম ফজর আলী।