ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতির পদ পেলেন অ্যাড. মোহাম্মদ হোসেন।
বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বি এম নজরুল ইসলামের মৃত্যুজনিত কারণে শূন্য পদের অনুকূলে অ্যাড. মোহাম্মদ হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট আবেদন করেন।
তার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে অ্যাড. মোহাম্মদ হোসেনকে সহ-সভাপতির শূন্যপদের অনুকূলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কমিটিতে ২০ অক্টোবর ২০২২ তারিখে সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।