বিশেষ প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় হালিমা খাতুন(২৪) নামে একগৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছে।
শনিবার (৮এপ্রিল) সকাল সাড়ে ১০ দিকে খলিশখালী ইউনিয়নে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হালিমা দুধলী গ্রামের খালেক গাজীর মেয়ে। ব্যাক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জননী।স্থানীয়রা জানায়, হালিমা কিছুদিন আগে স্বামীর বাড়ি সদর উপজেলার কামারডাঙ্গা থেকে বাবার বাড়ী ফিরে আসে।৷ শনিবার (৮এপ্রিল) সকালে উকুন মারা ঔষধ খেয়ে মাটিতে লুটিয়ে পরে। ওই সময় তার মা চিকিৎসার জন্য ডাক্তারে কাছে নিয়ে যাওয়ার সময় মৃত্যুবরন করে। হালিমার বাবা খালেক গাজী জানায়, আমি সকালে কাজের জন্য বাইরে যাই। পরে বাড়ি এসে শুনি মেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে সেটি বলতে পারবনা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কমকর্তা কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।