লেখা পড়া করতে হবে,মন প্রাণ খুলে,
পিতা মাতা খুশি হবে,আমি বড় হলে।
বই করি নিত্য সঙ্গি,খাতা কলম যাদু,
মুল্যবোধ ধরে রেখে,ভাষা করি মধু।
ধীর,ধৈর্য্য শান্ত হয়ে,গুরুজনকে মানি,
আশির্বাদ বুকে নিয়ে,অজানাকে জানি।
মনে রাখি পিতা মাতা,সব সময় ভাবে,
লেখা পড়ায় সোনামনি,কত বড় হবে।
ভোগের আশা না করে,আমি ত্যাগি হবো,
তবে হয়তো সবার কাছে,ভালোবাসা পাবো।
জীবন চলায় ভুল হলে,বলবো ক্ষমা করো,
মনের কালিমা মুছে দিয়ে,একটু হাত ধরো।
খেলা ধুলা শারীরিক শিক্ষা,লেখা পড়ার অঙ্গ,
বন্ধুর মত মিশে থাকবো,ছাড়বো না সৎ সঙ্গ।
সু-স্বাস্থ্য বজায় রাখতে,খেলার মাঠে গিয়ে,
ফোনের খেলা বন্ধ করে,খেলবো বল নিয়ে।
বিশ্ব আজ হাতের মুঠোয়,দেখা যায় ফোনে,
প্রয়োজনে দেখতে হবে,বিবেক বুদ্ধি মেনে।
আদব কায়দা শিষ্ঠাচারে,ব্রত ছিলেন যিনি,
তাঁর আদর্শ হৃদয়ে ছুয়ে,মানুষ হবো আমি।
এগিয়ে যাবো সঠিক পথে,বেঠিক পথে নয়,
বিপদ আপদ যত আসুক,আমি করবো জয়।