হে বঙ্গ পিতা
” এ বঙ্গের কামার-কুমার কৃষক-শ্রমিক
জ্ঞানীগুণী-সৈনিক পদাতিক,
সব জনতার হৃদয় জুড়ে আজ পিতৃবিয়োগ
পিতা হারানোর ব্যাথায় শোকগাথা,
মহান তোমার স্বাধীনতার বানী,
ত্রিশলক্ষের রক্তে অর্জিত এ জন্মভূমি,
অবিনশ্বর তুমি অন্যায়ের আগ্নেয়গিরি,
আজ আঠারোর সব খানেই
তোমাকে তোমাকে খুজি ফিরি,
অকৃতজ্ঞ -নির্লজ্জ এ জাতী,
ভুলে গেছে তোমার আদর্শের কথা।
আজ আঠারোর তারুন্যে-যৌবনে,
আছো তুমি মিশে সব অন্যায়ের স্লোগানে,
বদলেছে সময় বদলেছে সমাজ-দেশ,
শুধু বদলাইনি আমার ভিতর আমি
তোমার ভিতর তুমি,
মুখেই যত তত বাঙালি লোভ-লালসা
ক্ষমতার মোহে পাপিষ্ঠ অন্তর্যামী,
বড়ই অকৃতজ্ঞ নির্লজ্জ এ জাতী
ভুলে গেছে তোমার আদর্শের কথা,
তুমি চির সত্য তুমি মহান আদর্শ
তুমি বাঙালী জাতীর বঙ্গপিতা। “