পটুয়াখালী প্রতিনিধি: পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গতকাল রাত থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত ৩২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবাহাওয়া অফিস।
উপকূলীয় এলাকায় যে কোন সময় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির শংকা করেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকায় ফের অতি বৃষ্টি দেখা দিলে সবচেয়ে বড় ক্ষতি মুখে পড়বেন কৃষকরা।