1. admin@dainikbangladeshtimes.com : rony :
April 30, 2025, 1:10 am

আগামী ডিসেম্বরে পুনরায় চালু হচ্ছে বেনাপোল এক্সপ্রেস

মোঃনজরুল ইসলাম ।।
  • Update Time : Saturday, October 30, 2021,
  • 113 Time View

বিশেষ প্রতিনিধি: বেনাপোল-ঢাকা এর মধ্যে চলাচলকারী ‘বেনাপোল এক্সপ্রেস’ আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের নবাগত মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার।

রোজ শনিবার (৩০ অক্টোবর) যশোর বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান।

ঢাকা-মাওয়া-ভাঙ্গা হয়ে মাগুরা রেলপথ ও ট্রেন চলাচলের কর্মকান্ড পরিদর্শনে শুক্রবার যশোরে আসেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার। এদিন সকাল সাড়ে ৭টায় বিমানের একটি ফ্লাইটে তিনি যশোর বিমান বন্দরে অবতরণ করেন।

এসময় রেলওয়ের দক্ষিণ-পশ্চিম জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যশোর নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দের সাথে অনির্ধারিত মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ মহাপরিচালকের কাছে বেনাপোল এক্সপ্রেস চলাচলের দাবি তুলে ধরেন। তারা জানান, গত ছয় মাস কোন কারণ ছাড়াই বেনাপোল এক্সপ্রেস চলাচল বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতির কারণে এটির চলাচল বন্ধ করে দেবার পর বর্তমানে দেশে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বন্ধ রয়েছে বেনাপোল এক্সপ্রেস।

তাদেরকে যশোর ও বেনাপোল স্টেশন কর্তৃপক্ষ বলেছে, যাত্রী স্বল্পতা ও ট্রেনের বগির যন্ত্রাংশের সমস্যার কারণে এটির চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

নেতৃবৃন্দের কাছ থেকে এসব শোনার পর মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার উপস্থিত রেলওয়ের কর্মকর্তাদের কাছ থেকে এই ট্রেনটি বন্ধের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা শোনেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেলওয়ে কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলে এই ট্রেনের ইঞ্জিন ও বগি সম্পর্কে খোঁজ খবর নেন।

এক পর্যায়ে যশোর নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে মহাপরিচালক ঘোষণা দেন আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ নাগাদ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ফের ঢাকার পথে চলাচল শুরু করবে। এজন্য তিনি ঢাকায় গিয়ে সকল কর্মকান্ড পরিচালনা করবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশস্ত করেন।

এ সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ কামরুল আহসান, পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী নূরুল ইসলাম সিরাজী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আসাদুল হক ও বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল উপস্থিত ছিলেন। নাগরিক অধিকার আন্দোলন নেতৃবৃন্দ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!