বিশেষ প্রতিনিধি: খুলনা – সাতক্ষীরা মহাসড়কের শুভাশুনি বাজার সংলগ্ন মোবাইল টাওয়ার বাঁকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী ইমাদ পরিবহন ও খুলনা গামি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০জন আহত ট্রাক চালক ১জন নিহত।
প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার সন্ধ্যা ৬টায় গরু বোঝাই ট্রাক ও অপর ট্রাকের সাথে ইমাদ পরিবহনের ত্রিমূখী সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় একটি ট্রাক খাদে পড়ে যায়।
ঘটনাস্থলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে।এবং ঘটনাস্থলেই ৭ টি গরুর মৃত্যু হয়েছে।
আহতদের মধ্যে ট্রাক ড্রাইভার কে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান ড্রাইভার শাহিনুর শেখ তালা থানার লাউতাড়া গ্রামের হায়দার শেখের ছেলে।
খবর পেয়ে আহতদের উদ্ধার কাজে এলাকাবাসী ও চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান সহ থানার পুলিশ সদস্যরা অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলেন জানান স্থানীয়রা।ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একজন ড্রাইভার মারা গেছে এবং গাড়ি থানায় আটক রয়েছে।