বিশেষ প্রতিনিধি
পাটকেলঘাটায় বিভিন্ন অনিয়ম ও খাদ্য পণ্যে ভেজাল দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের কেক বিস্কুট রুটি তৈরি কারক আসাদ বেকারীতে সাতক্ষীরা ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় খাদ্যপণ্যে ভেজাল রং ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণন করায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাটকেলঘাটার এক বীজ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে, বৌরো মৌসুমের বীজ ধান এক চাষী ক্রয় করেন। এ ঘটনায় বিজ ধানের প্যাকেটের গায়ে মুদ্রিত রেটের থেকে দাম বেশি নেওয়ায়, বীজ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হোসেন, উপস্থিত ছিলেন, জেলা ক্যাব এর প্রতিনিধি জি এম ইশতিয়াক, , সহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন,