বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫ জুন শনিবার উপজেলা সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। আংশিক অনুমোদনকৃত কমিটির সভাপতি রাশিদুল ইসলাম (রনি), সহ-সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক নূরে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ ঘোষ, সাংগঠনিক সম্পাদক মীর সাকিব হোসেন ও নাঈম আহম্মেদকে সদস্য করা হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করে উপজেলা কমিটির কাছে হস্তান্তর করার জোর নির্দেশ প্রদান করা হয়েছে।