বিশেষ প্রতিনিধি।
বৈরি আবহাওয়ার কারনে এক টানা দুই দিনের বৃষ্টিতে পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতার সৃষ্টি চলাচলে জনজীবনে বিগ্ন সমাধানে পরিদর্শন করলেন তালা কলারোয়া ১ আসনের এমপি।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বাজার উন্নয়ন কমিটি বর্ণিক সমিতিও স্হানীয় উইপি চেয়ারম্যান এর সম্মনয়ে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন বাজারে পানি জমে থাকা কয়েক টি সড়ক পরির্শন করেন। এ সময় উপস্হিত ছিলেন, বাজার বণিক সমিতির সভাপতি, ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই,বিশিষ্ট ব্যাবসায়ী টাটা ক্রুপ কেয়ার কোম্পানীর ম্যানেজিং ডিরেকটর কেশব কুমার সাধু, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ন সাধারণ সম্পাদক হাছিবুর রহমান হাছিব, থানা জুয়েলারি সমিতির সভাপতি মির জামাল উদ্দীন, তুবা পাইপ ইন্ডাস্ট্রিজের কর্ণধর মির শাহীন হোসেন, এ সময় বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যাবসায়ী সহ উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গ।