বিশেষ প্রতিনিধিঃ পাটকেলঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মোটরদসাইকেল চোর চক্রের হোতাসহ ৪জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬জুলাই) রাতে থানার জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো-জুজখোলা গ্রামের মৃত সালাম সরদারের ছেলে মো. ইব্রাহিম সরদার(৪৫), মো. গফফার সরদারের ছেলে মো. নাইম হোসেন(১৯), তৈলকুপি গ্রামের মান্নান গাজীর ছেলে আরিজুল গাজী(২২) ও নোয়াকাটি গ্রামের আসাদুল হকের ছেলে জুবায়ের আহম্মেদ জনি ওরফে রাসেল(২০)।
আটকের বিষয় নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, পাটকেলঘাটা থানা এলাকার চৌগাছা ও যুগিপুকুরিয়া গ্রাম থেকে বিগত দু-দিনে ২টি মোটরসাইকেল চুরি হয়।