বিশেষ প্রতিনিধি।। আশাশুনিতে সাংবাদিক বাহাবুল হাসনাইন সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে আশাশুনি প্রেসক্লাবের সিনিয়র সদস্য দক্ষিন চাপড়ার মৃত. লুৎফর সরদারের জৈষ্ঠ্য পুত্র আশাশুনি বাজারের বলাকা স্টুডিও এন্ড ফটোস্টাটের মালিক বাহাবুর হাসনাইন বাবুল সাতক্ষীরা থেকে মটর সাইকেল যোগে বাড়ী ফিরছিল। পথিমধ্যে সাতক্ষীরা-আশাশুনি মেইন সড়কের চাদপুর সাত্তারের মিল নামক স্থানে পৌছালে মুঠোফোনে কথা বলতে বলতে পথচলায় অজ্ঞাত এক ব্যক্তির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। সাথে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে তাকে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা না থাকায় এ্যাম্বুলেন্স যোগে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। তার পরিবার ও আশাশুনি প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ সকলের কাছে তার দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।