নিজস্ব প্রতিবেদন: গত ইংরেজি ৩/১১/২০২২ তারিখ ঝুম্পা মজুমদার, মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। বাড়ি সাতক্ষীরা জেলার, তালা উপজেলার, পাটকেঘাটা থানার, কুমিরা ইউনিয়নের রাড়ী পাড়া গ্রামে। ঝুম্পা মজুমদার, বয়স ২০ বছর, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, পিতা নেপাল মজুমদার, তিন বোনের মধ্যে ঝুম্পা মজুমদার বড়ো, দ্বিতীয় বোন প্রতিবন্ধী এবং ছোট বোনের বয়স আনুমানিক পাঁচ বছর। নেপাল মজুমদারের কোন পুত্র সন্তান নাই। ঝুম্পা মজুমদার অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিতে যাচ্ছিলেন সাতক্ষীরাতে ইজিবাইক যোগে।
ইজিবাইক যোগে সাতক্ষীরাতে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার সময় পথিমধ্যে ইজিবাইকে তার মাথার লম্বা চুল ইজিবাইকের চাকার রডের সাথে জড়িয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা শিকার হন। প্রথমে সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিককৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতলে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে ঝুম্পা মজুমদার খুলনা মেডিকেলের চিকিৎসাধীন, খুলনা মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসক বলেন ভালো এবং উন্নত মানের চিকিৎসার জন্য ঢাকাতে নিলে ভালো হয়। এছাড়াও চিকিৎসকরা বলেন এটি অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। ঝুম্পা মজুমদারের পিতা খুবই হতদরিদ্র কৃষিকাজ করেন অন্য মানুষের জমিতে।
এই হতদরিদ্র কৃষক খেতমজুর পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো দুর্বিষহ হয়ে পড়েছে। তাই তিনি এলাকার সকল বিত্তবান এবং মানবিক মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। এছাড়াও তিনি তালা- কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলার চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার তালা প্রশান্ত কুমার বিশ্বাস এবং তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আরো সাহায্যের হাত বাড়ানোর জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন আমার কাছের বন্ধু কুমিরা হাই স্কুল জীবনের, ঝুম্পা মজুমদারের জ্যাঠার ছেলে কালিপদ মজুমদার।
যোগাযোগ এবং সাহায্য পাঠানোর ঠিকানা,
ঝুম্পা মজুমদারের মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার,
ব্যাংক অ্যাকাউন্টঃ- রক্তিমা মজুমদার,
হিসাব নং- 0100229409811 জনতা ব্যাংক, পাটকেলঘাটা বাজার শাখা, সাতক্ষীরা।
কালিপদ মজুমদার,
ঝুম্পা মজুমদারের জ্যাঠার ছেলে।
পার্সোনাল বিকাশ নাম্বার:- 01725888730
ঝুম্পা মজুমদার এর বাবা নেপাল মজুমদারের,
মোবাইল নাম্বার:-01923-182804
স্বপন মজুমদার,
ঝুম্পা মজুমদারের জ্যাঠার ছেলে,
বিকাশ অ্যাকাউন্টঃ- 01763351365 (পারসোনাল)
গ্রাম:- রাড়ি পাড়া,
ডাকঘর:- বাহাদুরপুর,
ইউনিয়ন:- কুমিরা,
থানা:- পাটকেলঘাটা,
উপজেলা:- তালা,
জেলা:- সাতক্ষীরা,
বাংলাদেশ।
গ্রাম:- রাড়ি পাড়া,
ডাকঘর:- বাহাদুরপুর,
ইউনিয়ন:- কুমিরা,
থানা:- পাটকেলঘাটা,
উপজেলা:- তালা,
জেলা:- সাতক্ষীরা,
বাংলাদেশ।