নিজস্ব প্রতিবেদন: ইজিবাইকের মটরের রডের সাথে চুল পেঁচিয়ে দূর্ঘটনার স্বীকার হওয়া সাতক্ষীরার মেয়ে ঝুম্পা মজুমদারের উন্নত চিকিৎসার জন্য ফ্রেন্ডস্ গ্রুপ-২০০০, পাটকেলঘাটা, সাতক্ষীরার পক্ষ থেকে তাঁর পিতা নেপাল মজুমদারের হাতে নগদ ২৩,৩০৫ (তেঁইশ হাজার তিনশত পাঁচ) টাকা হস্তান্তর করা হয়।
টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ গ্রুপ-২০০০, পাটকেলঘাটা সাতক্ষীরার সভাপতি শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রুপায়ন হাজরা ও লক্ষণ দাশ, সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল, সহ-সাধারণ সম্পাক হুমায়ুন কবীর মিলন, কোষাধ্যক্ষ বিপ্লব মন্ডল, জাহিদুর রহমান সুমন, জয়ন্ত বিশ্বাস প্রমুখ।
উল্লেখ থাকে যে, ফ্রেন্ডস্ গ্রুপ-২০০০, পাটকেলঘাটা, সাতক্ষীরা ২০১৭ সালের ১১ ই নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে এবং প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি প্রতিবছর শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান, স্বেচ্ছায় রক্তদান, শিক্ষাবৃত্তি, আর্থিক সহযোগিতাসহ বিনোদনের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।