আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে মোট ২০৪ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। মঙ্গলবার নতুন করে আরও ১ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, ৩ আগষ্ট উপজেলায় নতুন করে ১ জনের বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের আব্দুল রশিদ (৫৩) করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে আশাশুনি উপজেলায় সর্বমোট ২৪৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে ৪১ জন ২০২০ সালে এবং ২০৪ জন ২০২১ সালে ২য় ঢেউয়ে সংক্রমিত হয়েছে। আশাশুনি উপজেলায় সর্বমোট ২৪৫ জন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশী সংক্রমিত হয়েছে আশাশুনি সদর ইউনিয়নে।