আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফল করার লক্ষ্যে ভ্যাকসিন প্রদানের সাথে সম্পৃক্তদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সকাল ১০টা থেকে ১১টা ও ১১টা থেকে ১২টা পর্যন্ত দুটি ব্যাচে সর্বমোট ৭৭ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের অংশগ্রহনে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। আগামী ৭-১২ আগষ্ট পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফল করার লক্ষ্যে প্রশিক্ষনের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস।