স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় বেসরকারি সংস্থা নওয়াঁবেকী গণমুখী ফাউন্ডেশন এর আয়োজনে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি এন জি এফ এর নলতা শাখায় কৃষি ইউনিটের অন্তর্ভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় বেজোরআটি গ্রামে শতাধিক মানুষকে নিয়ে খামার দিবস অনুষ্ঠিত হয়েছে।নলতা শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক মো: শরিফুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে এন জি এফ এর প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আজিম মাচা পদ্ধতিতে লেয়ার মুরগি পালনের উপর বিস্তারিত আলোচনা করেন। বাচ্চা ব্রুডিং, আলো, খাবার, ভ্যাকসিনেশন সিডিউল, জীবাণু নাশক স্প্রে এবং মাচায় লেয়ার মুরগি পালনের সুবিধা ইত্যাদি বিষয়ে খামারীদেরকে বিস্তর ধারণা প্রদান করেন। খামারিরা এই ধরনের প্রশিক্ষণ পেয়ে খুবই খুশি এবং বাস্তব জীবনে এই প্রশিক্ষণ কে কাজে লাগিয়ে হাঁস মুরগি পালন করে সফল হওয়ার সম্ভাবনার আশা ব্যক্ত করেছে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যাদব অধিকারী।