বিশেষ প্রতিনিধি:গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর সভাপতি ভিপি নুরুল হক নুরের (৩৩ তম) জন্মদিন উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরার পর্যটন কেন্দ্র লেকভিউতে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি, তবিবুর রহমান, সাধারণ সম্পাদক, আজিবুর রহমান, নেতৃবৃন্দ নুরুল হক নুরের রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানের প্রশংসা করেন। এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় গণঅধিকার যুব অধিকার ও ছাত্র অধিকারের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।