আশাশুনি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, যুগ্ম সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, কাদাকাটি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দ্বীপ, কুল্যা চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, দরগাহপুর চেয়ারম্যান শেখ মিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, যুবলীগ সেক্রেটারী জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলি, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ১৫ আগষ্ট প্রত্যুষে জাতীয় পতাকা, দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, ভার্চ্যুয়াল পদ্ধতিতে আলোচনা সভা, গণভোজের খাদ্য বিতরণ, মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়।