আশাশুনি প্রতিনিধি: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সোমবার টেস্টে তার রিপোর্ট পজেটিভ আসে। তবে তিনি শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছেন। সাতক্ষীরার সংগ্রাম হাসপাতালের চিকিৎসক ডাঃ মানস কুমার এর তত্বাবধায়নে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে। এদিকে, তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন আশাশুনি রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সহ-সভাপতি আনিসুর রহমান বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবলু, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীনসহ রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।