নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা অক্সিজেন সেবা ও করোনা প্রতিরোধক বুথ স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগষ্ট/২১) সকালে জেলা ছাত্রলীগের আয়োজনের বঙ্গবন্ধু চত্বরে এ অক্সিজেন সেবা ও করোনা প্রতিশেধক বুধ স্থাপনের ভার্চুয়ালি উদ্বোধন করেন সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য।
এছাড়াও জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান রহিম মঞ্জিল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী,জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল জানান, ক্রান্তি কালে সাধারণ মানুষের পাশে থাকার সংগঠনের নাম ছাত্রলীগ। করোনা মহামারির শুরু থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে আমরা অনেক কর্মসূচি নিয়ে কাজ করছি। তারই ধারাবাহিতায় আমাদের এই বঙ্গমাতা অক্সিজেন সেবা। আক্রান্ত রোগীর জন্য বিনামূল্যে এই সেবাটি দেওয়া হবে। পাশাপাশি জেলা শহরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। বুথে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ডাস্টবিন রয়েছে। এই বুথগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে সেবা প্রদান করা হবে।