বিশেষ প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে পাটকেলঘাটা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫আগস্ট) সকাল ১০ টায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সহকারি শিক্ষক সজীব উদ্দৌলার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ ৪নং কুমিরা ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও ৪নং কুমিরা ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক পরিমল কুমার রায়, সহকারি শিক্ষক নবকুমার পাইন, গণিত বিভাগের শিক্ষক মফিদুল ইসলাম, অর্পনা রানী দাশ, মাওলানা সাজ্জাদ হোসাইন, আব্দুল্লাহ আল মাসুদ, অমর নাথ মন্ডল, মোঃ জাহাঙ্গীর হোসেন, রবীন্দ্রনাথ মন্ডল, টিশান কুমার দাশ, যমুনা রাণী, দৈনিক বাংলাদেশ টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক বাসুদেব দাশ, কুমিরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা,বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনাদর্শন, নীতি-আদর্শ, আত্মত্যাগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক শেখ সাজ্জাদ হোসাইন।