সাগর বিশ্বাস,পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সোমবার ৫ জুলাই আকতারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক ভিডিও কলের মাধ্যমে শুভ উদ্বোধন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু (এমপি)।
এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আনোয়ার ইকবাল মন্টু,ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,পাইকগাছা পৌরসভা মেওর সেলিম জাহাঙ্গীর,উপজেলা কমিশনার (ভূমি) শাহরিয়ার হক,ওসি তদন্ত স্বপন কুমার(ভারপ্রাপ্ত ওসি),প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু,জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত,প্রভাষক মাইনুল ইসলাম,যুবলীগের এম এম আজিজুল হাকিম, মোঃআকরামুল ইসলাম,গৌতম কুমার মন্ডল,পুলিশিং কমিটির সভাপতি দাউদ শরীফ, ছাত্রলীগের আফি আজাদ বান্টি,পার্থ প্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক,রায়হান পারভেজ রনি,মুক্ত অধিকারী,মাহবুবুর রহমান নয়ন প্রমুখ।
পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, খুলনা-৬(পাইকগাছা-কয়রা)আসনের এমপি আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু পাইকগাছা-কয়রায় অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। প্রাথমিকভাবে এখানে ১৬টি সিলিন্ডার রাখা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে এই অক্সিজেন ব্যাংক পরিচালিত হবে।এবং দায়িত্ব পালন করবে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক বলেন, খুলনা-৬(পাইকগাছা-কয়রা)আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু নিজ নির্বাচনী এলাকা খুলনা জেলার পাইকগাছা-কয়রা উপজেলায় কোভিড পরিস্থিতিতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি রোগীদের কথা চিন্তা করে অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। ফলে এ দুই উপজেলাবাসি অনেক উপকৃত হবে