আশাশুনি প্রতিনিধি: সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলায় ২য় ডোজ করোনা টিকাদান শুরুর ৫ম দিনে ৪০৬ জনকে এবং নতুন করে ১ম ডোজের টিকা দেওয়া হয়েছে ৬৮১ জনকে। বৃহস্পতিবার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে পরিচালনা করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়।
বৃহস্পতিবার পুরনো ১৪৬ জনকে ও নতুন ২৬০ জন মোট ৪০৬ জনকে ২য় ডোজ টিকা প্রদান করা হয়। এনিয়ে ২য় ডোজের টিকা দেওয়া হলো ৪৪৯৪ জনকে। এদিন ১ম ডোজের টিকা গ্রহন করেছে ৬৮১ জন। এনিয়ে ২য় দফায় ১৬ হাজার ৩৭৬ জন ১ম ডোজের টিকা গ্রহন করেছে।