বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী মায়া রানী হালদার (৫২) আর নেই। তিনি বৃহস্পতিবার সকাল ৮টায় করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা সিবি হাসপাতালে পরলোক গমন করেন।
তিনি শ্যামনগর সদরের বাদঘাটা গ্রামের পঞ্চানন হালদারের স্ত্রী এবং সাতক্ষীরার হোটেল কর্ণারের সত্বাধিকারী নিত্যানন্দ গুহ‘র শাশুড়ি।
বৃহস্পতিবার বিকালে তার শেষকৃত্যু সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে ১পুত্র, ২ কন্যাসহ অংশখ্য গুণগ্রাহি রেখেগেছেন। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী ও নঁকশী কাথা সংগঠনের সাবেক কার্যকরি পরিষদের সদস্য ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাতক্ষীরা পৌর সভার মেয়র তাজকিন আহমেদ চিশতী, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, ব্যাজ ৯৪ পলাশপোল হাইস্কুলের আশাকুর রহমান আশা, তাহমিন সাহেদ চয়ন, গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সেক্রেটারি মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, নাসির উদ্দীন, হাফিজ উদ্দীন হাফিজ প্রমুখ।