আশাশুনি প্রতিনিধি: আশাশুনির সুমন হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত সুমন হোসেন আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের শফি সরদারের পুত্র। তিনি সাতক্ষীরা মেডিকেল হাসাপাতালে চিকিৎসাধীন আছেন।
জানাগেছে, গত বুধবার বাড়ীর পাশে বিদ্যুতের খুঁটির পাশে কাজ করার সময় সুমন অসতর্কতা বশতঃ বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। সাথে সাথে তার ডান হাত ও একটি পা পুড়ে গিয়ে মাটিতে ছিটকে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে আরও উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজন। তার পিতার স্বল্প আয় ও এলাকার যুব সমাজ চাঁদা তুলে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তার পরিবার অসহায় হয়ে পড়েছেন। তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।
দরিদ্র পিতা শফি সরদার তার পুত্রের চিকিৎসার জন্য এলাকার জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর জন্য বিকাশ ও নগদ একাউন্ট নং-০১৯৫৬-১৩০৭৮৫, সার্বিক যোগাযোগ-০১৮১৮-২৫৭৯০০ (মুকুল)।