অমিয় কুমার দাস,পাটকেলঘাটা প্রতিনিধি: বর্তমানে করোনা মহামারির কারণে সারা দেশব্যাপী চলছে কঠোর লকডাউন।এ কারণে দিন মজুর এবং দৈনন্দিন আয়ের উপর যাদের সংসার নির্ভরশীল তাদের কষ্টের সীমা নাই।
এরই মধ্য থেকে আজ প্রথম পর্যায়ে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে শৈব বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ৮০ জন চায়ের দোকানদারকে প্রধান মন্ত্রীর উপহার তুলে দিলেন তালা উপজেলা অফিসার জনাব মোঃতারিফ উল হাসান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,খলিষখালী ইউ পি চেয়ারম্যান জনাব মোজাফ্ফর রহমান এবং সকল ইউ পি সদস্য,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী। উপহার হিসাবে প্রতি প্যাকেটে ১০কেজি চাউল,২কেজি আলু,১কেজি তেল,১কেজি ডাল এবং ১কেজি লবণ প্রদান করা হয়।
এই কঠিন অবস্থার মধ্য প্রধান মন্ত্রীর এই উপহার পেয়ে সকলে খুবিই আনন্দিত। উপহার প্রদান শেষে সকলকে ঘরে থাকার জন্য এবং দোকান বন্ধ রাখার জন্য বিশেষভাবে আহবান করেন।
বি:দ্র:আপনি সুস্থ থাকলে সুস্থ থাকবে আপনার পরিবার,পরিবার সুস্থ থাকলে থাকবে সমাজ এবং সমাজ সুস্থ থাকলে সুস্থ থাকবে রাষ্ট্র।সুতারং অতি প্রয়োজন ছাড়া সকলেই অন্তত এই সময়ে ঘরে থাকুন।