আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম এর ২য় ডোজের টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার ১১ ইউনিয়নের টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্ব-স্ব ইউপি চেয়ারম্যানবৃন্দ। এদিন সর্বমোট ৩৩টি বুথে ৬ হাজার ৪৮৫ জনকে টিকা প্রদান করা হয়। কোভিড-১৯ প্রতিরোধে সিনোফার্ম (ভিরোসেল) এর ১ম ডোজের টিকা দেওয়া হয়েছিল এক মাস আগে। ১ম ডোজ টিকা গ্রহনকারীদের ২য় ডোজের টিকা দেওয়া হলো মঙ্গলবার।
এদিন শোভনালী ইউনিয়নে ৬০০ জনকে, বুধহাটা ইউনিয়নে ৫৮১ জন, কুল্যা ইউনিয়নে ৫৯৩, দরগাহপুর ইউনিয়নে ৬০০, বড়দল ইউনিয়নে ৫৯০, আশাশুনি সদর ইউনিয়নে ৫৩৪, শ্রীউলা ইউনিয়নে ৫৯৩, খাজরা ইউনিয়নে ৬০০, আনুলিয়া ইউনিয়নে ৫৯৮, প্রতাপনগর ইউনিয়নে ৬০০ ও কাদাকাটি ইউনিয়নে ৫৯৩ জনকে ২য় ডোজের টিকা প্রদান করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হয়ে টিকাদান কার্যক্রম পরির্শন করেন, সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত।