শ্যামল বিশ্বাস,সাতক্ষীরা থেকে: বাংলাদেশ সরকারের কঠর লকডাউন বাস্তবায়নে এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে অধিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে,প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা করোনা এক্সপার্ট টিমের সেচ্ছাসেবক সদস্যবৃন্দ সহ গ্রাম পুলিশ।
এ টিমের ইউনিয়ন সেচ্ছাসেবক টিম, ভাড়াশিমলা করোনা এক্সপার্ট টিমের সদস্যরা,ভাড়াশিমলা বিভিন্ন মোড়,দোকানপাট,গ্রামের মধ্যে সহ মেইন রোড দিয়ে আসা প্রত্যেক মানুষ বা গাড়ি জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে না আসার জন্য বলেন,ও তাহাদের দাড় করিয়ে বাহিরে কেনো আসছেন,তাহার সঠিক কারণ ও প্রমাণ খোঁজেন এবং মাক্স না থাকলে তাদের মাস্ক পরতে বলেন,মানবিক এ সেচ্ছাসেবক টিম বর্তমানে মানুষের কাছে খুবি সুনাম বা ভালোবাসা অর্জন করেছেন এবং প্রশাসন ও মানুষের মুখে এরা খুবি পছন্দনীয় হয়ে চলেছেন। এ সেচ্ছাসেবক টিম উপজেলার প্রতিটি ইউনিয়নে গঠন হয়েছিল যাহারা এই দুইটি বছর নিরলস ভাবে সেচ্ছায় কাজ করে যাচ্ছেন।