আসলাম হোসেন,বিশেষ প্রতিনিধি(আশাশুনি): সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র পক্ষে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি ও উপজেলার শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডল।
শুক্রবার বিকালে উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্ৰামের মোসা মোড়লের বাড়ি থেকে কোনার বাঁকড়া বাস্তন্তি মন্দির সংলগ্ন ঢালাই রোড গামি কার্পেটিং সড়ক, মধ্যম বাঁকড়া সরদার বাড়ি ঈদগাহ ভরাট, মধ্যম বাঁকড়া সরদার পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় শম্ভুজিত মন্ডল বলেন, এ কার্পেটিং সড়কের কাজ শেষ হওয়ার পরপরই কোনার বাঁকড়া বাসন্তি মন্দির থেকে ব্যাংদহা টু বদরতলা সড়কের বাওচাষ কার্পেটিং সড়ক গামি সড়কের কাজ শুরু হবে।