নিজস্ব প্রতিবেদন: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কৃতিসন্তান আটজন স্বনামধন্য ডাক্তারের সার্বিক সহযোগিতায়, দেশ-বরেণ্য ডাঃ মোঃ আব্দুস সালামের সার্বিক তত্ত্বাবধানে খেশরা ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে করোনা সুরক্ষা সামগ্রী টেলিমেডিসিন ও অক্সিজেন সেবার আয়োজন করা হয়েছে।
(৯ জুলাই) বিকাল (৪) ঘটিকা হতে করোনা রোগীদের জন্য এই মহতী উদ্যোগের কার্যক্রম শুরু হয়। দল,মত,ধর্ম-গোত্র নির্বিশেষে সকলের দোরগোড়ায় ফ্রি সেবা পৌঁছে দিতে ইউনিয়নে সক্রিয় তরুন স্বেচ্ছাসেবীরা। শুধুমাত্র একটি ফোনেই বাড়িতে বসে ইউনিয়নের করোনা উপসর্গ ও আক্রান্ত রোগীরা পেয়ে যাবেন ফ্রি টেলিমেডিসিন ও অক্সিজেন সেবা। ভয়াবহ করোনা মহামারী কালে নিজেদের জীবনের পরোয়া না করে করোনা রোগীদের জন্য এই মহতী উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব স্বেচ্ছায় কাঁদে নিয়েছেন খেশরা ইউনিয়নের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক।
বাড়িতে বসে টেলিমেডিসিন সেবা পাওয়ার জন্য ইউনিয়নের কৃতি সন্তান স্বনামধন্য ডাক্তারদের ফোন নাম্বার >
(ডাঃ পরিমল কুমার সেন,
মোবাঃ ০১৮১৬৩২৪৫৪৫ (রাত ৯ টা হতে ১০ টা)
শুক্রবার)-(ডাঃ তরুণ কুমার রায়, মোবাঃ ০১৭৩১৮৮৮০৫৩ (দুপুর ২ টা হতে বিকাল ৪ টা ও রাত ১০ হতে ১২ টা) (প্রতিদিন)-(ডাঃ মোঃ আব্দুস সালাম, মোবাঃ ০১৭১১৯০৪৫৫৯
(২৪ ঘন্টা প্রতিদিন)-(ডাঃ এস এম হুমায়ূন কবির অপু, মোবাঃ০১৭১২৬৮৭৪৫৬
(দুপুর ১২ টা হতে ১টা) (প্রতিদিন)-(ডাঃ শাহেদুজ্জামান অপু, মোবাঃ ০১৭৭৪৭৪১৯৬৩
রাত ৯টা হতে ১০ টা প্রতিদিন)-(ডাঃ মোঃ সুমন হোসেন, মোবা ০১৭৩৪৫৫৫৬০০)-(ডাঃ মোঃ আলতাফ হোসেন, মোবাঃ ০১৭৭৫৮০৭৮৭৩)।
জরুরী মুহূর্তে অক্সিজেন সেবা পাওয়ার জন্য স্বেচ্ছাসেবীদের ফোন নাম্বার >
(মোঃ সুজায়েত হেসেন;শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ।
মোবাঃ ০১৭১২৭৬৬০০৯)-
(মোঃ তানভীর হোসেন;সমাজকর্মী ও শিক্ষার্থী;রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মোবাঃ-০১৭১৬৮১৫৯৭২)-
(মোঃ শাহীন আলম;শিক্ষার্থী,খুলনা মেডিকেল কলেজ। মোবাঃ-০১৭৭১০৩১০২৫)-
(মোঃ তানবীর হোসেন,শিক্ষার্থী,সরকারী বি.এল কলেজ,খুলনা।
মোবাঃ ০১৮১১-৬৪১৫৬৫)-
(মোঃ আজমীর হোসাইন,শিক্ষার্থী শালিখা কলেজ।
মোবাঃ-০১৭২৬-১৫০৫৬৫)।
ভয়াবহ করোনা মহামারী কালে যখন চারিদিকে চিকিৎসা সেবা ও অক্সিজেনের জন্য হাহাকার চলছে ঠিক তখনই এ ধরনের একটি মহৎ উদ্যোগ নেয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।