1. admin@dainikbangladeshtimes.com : rony :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আমলকি খাবেন কেন? ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ধাক্কায় পথচারীর নিহত। ডিবি থেকে হারুনকে বদলি পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা সমাধানে পরিদর্শন করলেন এমপি ফিরোজ আহমেদ স্বপন “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ পাটকেলঘাটায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪ নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষে ফিরোজ আহমেদ স্বপন ও লায়লা পারভীন সেঁজুতি এমপিকে সংবর্ধনা আশাশুনির সাংবাদিক বাহাবুল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাসেল ভাইপারে আতঙ্কিত নয়, সচেতনতায় বেশি প্রয়োজন

তালার খেশরায় ফ্রি অক্সিজেন ও টেলিমেডিসিন সেবা শুরু

সাংবাদিক নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কৃতিসন্তান আটজন স্বনামধন্য ডাক্তারের সার্বিক সহযোগিতায়, দেশ-বরেণ্য ডাঃ মোঃ আব্দুস সালামের সার্বিক তত্ত্বাবধানে খেশরা ইউনিয়নে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে করোনা সুরক্ষা সামগ্রী টেলিমেডিসিন ও অক্সিজেন সেবার আয়োজন করা হয়েছে।

(৯ জুলাই) বিকাল (৪) ঘটিকা হতে করোনা রোগীদের জন্য এই মহতী উদ্যোগের কার্যক্রম শুরু হয়। দল,মত,ধর্ম-গোত্র নির্বিশেষে সকলের দোরগোড়ায় ফ্রি সেবা পৌঁছে দিতে ইউনিয়নে সক্রিয় তরুন স্বেচ্ছাসেবীরা। শুধুমাত্র একটি ফোনেই বাড়িতে বসে ইউনিয়নের করোনা উপসর্গ ও আক্রান্ত রোগীরা পেয়ে যাবেন ফ্রি টেলিমেডিসিন ও অক্সিজেন সেবা। ভয়াবহ করোনা মহামারী কালে নিজেদের জীবনের পরোয়া না করে করোনা রোগীদের জন্য এই মহতী উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব স্বেচ্ছায় কাঁদে নিয়েছেন খেশরা ইউনিয়নের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক।

বাড়িতে বসে টেলিমেডিসিন সেবা পাওয়ার জন্য ইউনিয়নের কৃতি সন্তান স্বনামধন্য ডাক্তারদের ফোন নাম্বার >

(ডাঃ পরিমল কুমার সেন,
মোবাঃ ০১৮১৬৩২৪৫৪৫ (রাত ৯ টা হতে ১০ টা)
শুক্রবার)-(ডাঃ তরুণ কুমার রায়, মোবাঃ ০১৭৩১৮৮৮০৫৩ (দুপুর ২ টা হতে বিকাল ৪ টা ও রাত ১০ হতে ১২ টা) (প্রতিদিন)-(ডাঃ মোঃ আব্দুস সালাম, মোবাঃ ০১৭১১৯০৪৫৫৯
(২৪ ঘন্টা প্রতিদিন)-(ডাঃ এস এম হুমায়ূন কবির অপু, মোবাঃ০১৭১২৬৮৭৪৫৬
(দুপুর ১২ টা হতে ১টা) (প্রতিদিন)-(ডাঃ শাহেদুজ্জামান অপু, মোবাঃ ০১৭৭৪৭৪১৯৬৩
রাত ৯টা হতে ১০ টা প্রতিদিন)-(ডাঃ মোঃ সুমন হোসেন, মোবা ০১৭৩৪৫৫৫৬০০)-(ডাঃ মোঃ আলতাফ হোসেন, মোবাঃ ০১৭৭৫৮০৭৮৭৩)।

জরুরী মুহূর্তে অক্সিজেন সেবা পাওয়ার জন্য স্বেচ্ছাসেবীদের ফোন নাম্বার >

(মোঃ সুজায়েত হেসেন;শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ।
মোবাঃ ০১৭১২৭৬৬০০৯)-
(মোঃ তানভীর হোসেন;সমাজকর্মী ও শিক্ষার্থী;রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মোবাঃ-০১৭১৬৮১৫৯৭২)-
(মোঃ শাহীন আলম;শিক্ষার্থী,খুলনা মেডিকেল কলেজ। মোবাঃ-০১৭৭১০৩১০২৫)-
(মোঃ তানবীর হোসেন,শিক্ষার্থী,সরকারী বি.এল কলেজ,খুলনা।
মোবাঃ ০১৮১১-৬৪১৫৬৫)-
(মোঃ আজমীর হোসাইন,শিক্ষার্থী শালিখা কলেজ।
মোবাঃ-০১৭২৬-১৫০৫৬৫)।

ভয়াবহ করোনা মহামারী কালে যখন চারিদিকে চিকিৎসা সেবা ও অক্সিজেনের জন্য হাহাকার চলছে ঠিক তখনই এ ধরনের একটি মহৎ উদ্যোগ নেয়ায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

এই সংবাদ টি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
আমাদের এই খানে প্রকাশিত সংবাদ সম্পুর্ন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া। কোনো প্রকার মিথ্যা নিউজ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সম্পুর্ন দায়ী থাকবে নিউজ প্রেরণ কারী সাংবাদিক।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!