আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে গণটিকা কার্যক্রমে ১৮ হাজার ৫৪৫ জনকে টিকা দেওয়া হয়েছে। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, গণটিকা প্রদান কার্যক্রমের ১ম দিন উপজেলার শোভনালী ইউনিয়নে ১৫০০ জনকে, বুধহাটা ইউনিয়নে ১৪৪৬ জনকে, কুল্যা ইউনিয়নে ১৫০০ জনকে, দরগাহপুর ইউনিয়নে ১৫০০ জনকে, বড়দল ইউনিয়নে ১৫০০ জনকে, আশাশুনি সদর ইউনিয়নে ১৪২১ জনকে, শ্রীউলা ইউনিয়নে ১৫০০ জনকে, খাজরা ইউনিয়নে ১৫০০ জনকে, আনুলিয়া ইউনিয়নে ১৫০০ জনকে, প্রতাপনগর ইউনিয়নে ১৫০০ জনকে ও কাদাকাটি ইউনিয়নে ১৫০০ জনকে এবং আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী ক্যাম্পে ২১৭৮ জনকে সিনোফার্ম/ভিরোসেল ১ম ডোজ টিকা প্রদান করা হবে।
১১ ইউনিয়ন অস্থায়ী ক্যাম্প ও স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী ক্যাম্পে সর্বমোট ১৮ হাজার ৫৪৫ জনকে টিকা দেওয়া হয়। সকাল থেকে একটানা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও সকল ক্যাম্পে অসংখ্য মানুষের ভীড় লক্ষ্য করা যায়। ভীড়ের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে অনেককে ফিরে যেতে দেখা গেছে।
তবে সকল ক্যাম্পে শৃংখলা বজায় রেখে টিকা দিতে দেখা গেছে। ২৯ সেপ্টেম্বর (বুধবার) থেকে কেবলমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ১ম ও ২য় ডোজের টিকা প্রদান করা হবে। টিকা পেতে টিকা প্রদানের পূর্বে অনলাইন রেজিস্ট্রেশন কার্ড সাথে আনতে হবে বলে জানাগেছে।