বিশেষ প্রতিনিধি: ফ্রী রেজিস্ট্রেশন, ফ্রী রেজিস্ট্রেশন, ফ্রী রেজিস্ট্রেশন পাটকেলঘাটা নগর উন্নয়ন কমিটির পক্ষ থেকে করোনা টিকার ফ্রী রেজিস্ট্রেশন। আজ বুধবার পাটকেলঘাটা হাইস্কুল মাঠে সকাল ৯:০০টা থেকে বিকাল ৬:০০টা পর্যন্ত ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনা” সবার জন্য টিকা নিশ্চিত করার লক্ষে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন গ্রামের মানুষদের অগ্রধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। টিকা নিন সুস্থ থাকুন। রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা নিতে পারবেন না। তাই গ্রামীণ জনপদের মানুষদের টিকার আওতায় আনার জন্য “পাটকেলঘাটা নগর উন্নয়ন কমিটি” ফ্রি রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করেছে। আজ বুধবার “পাটকেলঘাটা হাইস্কুল” মাঠে সকাল ৯:০০টা থেকে বিকাল ৬:০০টা পর্যন্ত ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
কি কি আনতে হবে:
১. জাতীয় পরিচয়পত্র মূল কপি অথবা ফটোকপি সহ আপনার পরিবারের একজন আসলে হবে।
২. সাথে একটি একটিভ মোবাইল ফোন নিয়ে আসবেন।
৩. যিনি রেজিস্ট্রেশন করবেন তিনি না আসলেও চলবে। যেমন: মহিলারা এবং বৃদ্ধ মানুষ।