আশাশুনি প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আশাশুনিতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আশাশুনির রাশিদা ডায়াগনস্টিক সেন্টারে উপজেলা ছাত্রলীগের আয়োজনে মেডিকেল ক্যাম্পে আগত ২৫০টি রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন, ডাঃ মাহবুবা তাবাচ্ছুম মিমি। রাশিদা ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা রাফিজুল ইসলামের সভাপতিত্বে সকালে মেডিকেল ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন। এসময় আওয়ামীলীগ নেতা আইয়ূব আলী, গোলাম কুদ্দুস ময়না, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর ইসলাম, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, গাউছুল আজম, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তাজ ও সাধারণ সম্পাদক রাজ, ছাত্রনেতা তারিক, শাহারুল, মিজান, শান্ত প্রমূখ।