আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সাবান বিবি (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোভিড-১৯ এর টিকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া সাবান বিবি উপজেলার কুল্যা ইউনিয়নের কাটাখালি গ্রামের আব্দুল মালেক সরদারের স্ত্রী। ঐ নারীর ছেলে আব্দুল হামিদ সরদার জানান, সোমবার সকালে তিনি তার মাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে নিয়ে যান। টিকা দিয়ে বাড়ি ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে চাপড়া ব্রীজের উপর পৌছালে হঠাৎ করে তার মার বুকে ব্যাথা অনুভূত হয়। এরপর দ্রুত তাকে ইঞ্জিনচালিত ভ্যানে করে কুল্যার মোড়ে নিবেদিতা নার্সিং হোমে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার জানান, আশাশুনি উপজেলায় ইতিপূর্বে আমরা প্রায় ৬০/৭০ হাজার মানুষকে করোনার টিকা দিয়েছি। এখনো টিকা নিয়ে কারও কোন সমস্যা হয়নি। সাবান বিবির ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি আগে থেকে তার বুকে ব্যথার সমস্যা ছিল। তিনি আরও জানান, গ্রামের মানুষ তো, ঠিকমত চেকআপ করে না। যে কারণে হয়তো সমস্যা জানতে পারিনি তারা। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে করোনার টিকা দেওয়ার কোন সম্পর্ক নেই। জেলা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, ঐ বৃদ্ধার হৃদরোগে মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তার সম্পর্কে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।