আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের বুধহাটা বাজার বণিক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজার বণিক সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলাম মহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক এসকে হাসান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, অর্থ সম্পাদক এম এম নুর আলম এবং প্রেসক্লাবের সদস্য জ্বলেমিন হোসেন, শেখ বাদশা ও সুব্রত দাশ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাজার বণিক সমিতির উপদেষ্টা ডাঃ শাহিনুর আলম শাহীন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ দেবনাথ, কোষাধ্যক্ষ অজয় পাইনসহ বুধহাটা বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।