বিশেষ প্রতিনিধি: ‘যত্রতত্র ধুমপান নয়, মাদকমুক্ত সাতক্ষীরা চাই, ছাড়ব মাদক, দেবো রক্ত, গড়ব মানবতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘অনির্বাণ ফাউন্ডেশন’র উপদেষ্টা কাউন্সিল গঠন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মোজাফ্ফার গার্ডেন এন্ড রিসোর্ট’র অডিটোরিয়ামে অনির্বান ফাউন্ডেশনের সভাপতি আশিক জামানের সভাপতিত্বে এ মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের জে.পি ইদ্রিস আলি। অনির্বাণ ফাউন্ডেশন’র সদস্য সাগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অনির্বান ফাউন্ডেশনের উপদেষ্টা মো.কামরুজ্জামান বুলু, গোলাম রাব্বানি, খলিলুর রহমান,মশিউর রহমান, অনির্বান ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি জিয়াউর রহমান, হাবিুর রহমান প্রমূখ। বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করেন। জেলার সমস্ত রক্তদান সংগঠনকে একত্রে কাঁধেকাধ মিলিয়ে স্বেচ্ছায় কাজ করার আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে জেলার ১০ টি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন যথাক্রমে সাতক্ষীরা ব্লাড ব্যাংক, রক্তদানে সাতক্ষীরা, আব্দুল মান্নান রক্তদান সংস্থা, রক্তের বাধন স্বেচ্ছাসেবক সংস্থা, পীরমাতা ব্লাড ব্যাংক, শ্যামনগর ব্লাড ব্যাংক, মথুরেশপুর ব্লাড ফাউন্ডেশন, সিডিও রক্ত সহায়তা কেন্দ্র, আস্থা রক্তদান সংস্থা ও মৌতলা ব্লাড ব্যাংককে সম্মাননা স্বারক প্রদান করা হয়। পরে সেখানে অনির্বান ফাউন্ডেশনের ১৩ সদস্য বিশিষ্ট সাতক্ষীরার একটি উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়।