এম এম নুর আলম,আশাশুনি প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর খ্রিস্টানপাড়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে জামালনগর খ্রিস্টানপাড়া এলাকার চার রাস্তার মোড়ে বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে আনিছুজ্জামান বুলু এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
জনসাধারনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে এসময় মুক্তিযোদ্ধা আব্দুল গনি সরদার, গোয়ালডাঙ্গা শুক্কুলিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মনিরুল ইসলাম, মাস্টার লালন সরকার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজমীর হোসেন (মিল্টন) প্রমূখ উপস্থিত ছিলেন।