শিহাবুজ্জামান,বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) দুপুরে জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে ১৭৫ জনের নমুনা পরীক্ষা শেষে ৩৩ জনের করোনা পজিটিভ হন। শনাক্তের হার ১৮ দশমিক ৮৬ শতাংশ।
সিভিল সার্জন বলেন, জেলায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৮২৫ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৫৩৭ জন। জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৫৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন।