আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কোভিড-১৯ গণ টিকা কার্যক্রম ও নাকতাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।
শনিবার দুপুরে এ গণ টিকা ক্যাম্প ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি সাধারন মানুষের টিকা নেওয়ার আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও টিকাদান কর্মীদের কাজের মান দেখে তিনি মুগ্ধ হন এবং তাদেরকে ধন্যবাদ জানান।
এ সময় স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপনসহ ইউনিয়ন স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী ও সিইচসিপিবৃন্দ উপস্থিত ছিলেন।