আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের সিজারিয়ান অপারেশন কার্যক্রম পূনরায় শুরু করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন করার মাধ্যমে এ কার্যক্রম পূনরায় শুরু করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার অপারাশেন পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম পূনরায় আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এসময় এ্যানেসথেসিয়া হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য যোগদানকৃত ডাঃ মোঃ আশিকুজ্জামান শেখ।
এ ব্যাপারে জানতে চাইলে ডাঃ সুদেষ্ণা সরকার বলেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে আমি স্বাস্থ্য সেবার পাশাপাশি সৌন্দর্য্য বর্ধন এবং পরিবেশ রক্ষার্থে হাসপাতালে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছি। উপজেলার কোন মাকে যেন জেলা শহরে কষ্ট করে না নিয়ে যেতে হয় সেজন্য আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের সফলভাবে সিজারিয়ান অপারেশন চালু করার ব্যাপারে আমার একটা পরিকল্পনা ছিল। সে মোতাবেক গত বছরের ৫ অক্টোবর সিজারিয়ান অপারেশন শুরু করেছিলাম।
কিন্তু এ্যানেসথেসিয়া ডাক্তার না থাকাসহ নানাবিধ সমস্যার কারণে কয়েক মাস সিজারিয়ান অপারেশন করা বন্ধ ছিল। বর্তমানে এ্যানেসথেসিয়া ডাক্তার নিয়োগ হওয়ায় এ কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন থেকে সপ্তাহে তিন দিন (রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার) সম্পূর্ণ বিনা খরচে প্রথম সিজারিয়ান অপারেশন (২য় সিজার নয়) করা হবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেছেন।