এম এম নুর আলম,আশাশুনি প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর পক্ষ থেকে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে ইউনিয়নের গোয়ালডাঙ্গা বকুলতলা চত্বরে ও বড়দল ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক পৃথকভাবে তিন হাজার মাস্ক ও ২ হাজার সাবান বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকাত আলীর সঞ্চালনায় এসময় বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মালি, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এরসদস্যবৃন্দ, মাস্টার লালন সরকার, মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।