রাজশাহী ব্যুরো: জাতীয়তাবাদী দল বিএ’পি’র রাজশাহীর বাঘা পৌর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে কামাল হোসেন সভাপতি ও তফিকুল ইসলাম তফি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোন প্রতিদন্দী প্রার্থী না থাকায় আগেই সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাঘা পৌর এলাকার ইকরা কিন্ডারগার্টেন বিদ্যালয় চত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তবে জুম্মার নামাজের ১ ঘন্টা বিরতি দেওয়া হয়। ভোট গনোনা শেষে সভাপতি পদে কামাল হোসেন (ছাতা) ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাবুল ইসলাম (মাছ) প্রাপ্ত ভোট-১৮৪,সাধারণ সম্পাদক পদে তফিকুল ইসলাম তফি (চেয়ার) ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিম আরিফ (আনারস) ৯১,উল্লেখ্য পৌরসভার প্রতি ওয়ার্ডে ৭১জন করে মোট ভোটার সংখ্যা-৬৩৯জন।প্রতিদ্বন্দ্বিতাপূর্ন নির্বাচনে মোট ভোটাধিকার সংখ্যা-৫৫৩ জন। বাজেয়াপ্ত ভোট সভাপতি ১০ ও সম্পাদক ৮ মোট ১৮ টি।
উক্ত নির্বাচন অনুষ্ঠানে উপজেলা নিএনপি’র আহবায়ক ফকরুল হাসান বাবুল,সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন,পৌর বিএনপি’র আহবায়ক হামিদুল হক,সদস্য সচিব ফজলুর রহমান ফজলুসহ বাংলাদেশ জাতীয়তা বাদি দল বিএনপি’র জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।