রাজশাহী ব্যুরো: নাটোরের লালপুর উপজেলার বেরিলাবাড়ী দাখিল মাদ্রাসায় আসন্ন দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা,দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১১নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসায় বিদায় বেলায় বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। মোহাঃ আসলাম আলীর সঞ্চালনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সাবেক প্রকৌশলী মোহাম্মদ আলী,সাবেক শিক্ষক আহাদ আলী,শিক্ষক রফিকুল ইসলাম,সুপারিনটেনডেন্ট অজিফা খাতুন, প্রমুখ। দোয়া পরিচালনা করেন ক্বারী মোহাম্মদ শহীদুল্লাহ।