আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান উন্নয়নে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ চিকিৎসা সরঞ্জামান হস্তান্তর করা হয়। জাইকার অর্থায়নে উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিবিপি) আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসার মান উন্নয়ন ও রোগিদের চিকিৎসা আশাশুনিতেই করানোর সুযোগ সৃষ্টির লক্ষ্যে চিকিৎসা সরঞ্জাম প্রদান এর ব্যবস্থা করেছেন। উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার সরঞ্জামাদি গ্রহন করেন। সরবরাহকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে অক্সিজেন কনসিনারেটর, পালস অকসিমেটর, ফ্লোসিটার, অক্সিজেন সিলিন্ডার, ইসিজি ও আইপিএস। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।