রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘায় কিশরপুর উচ্চ বিদ্যালয় মাঠে কামাল সরকার স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) কিশোরপুর ক্লাবের আয়োজনে কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৩টায় এই খেলা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, মোট আটটি দল খেলায় অংশ গ্রহন করেন। ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহন করেন তারা হলো কিশোরপুর ফুটবল একাডেমি ও গড়গড়ি ফুটবল একাদশ। খেলায় গড়গড়ি স্পোটর্স একাডেমি ২-০ গোলে কিশোরপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে দুই দলের অধিনায়কদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস তুলে দেন অতিথিরা।
উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল ও কামাল সরকারের পরিবারের লোকজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।