রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বিএনপির অপতৎপরতা বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় চত্তর থেকে শুরু করে বঙ্গবন্ধু চত্তর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য অংশনেন আওয়ামীলীগ নেতাবর্গ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পৌর আওয়ামীলীগ সভাপতি আঃকুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, আওয়ামীলীগ নেতা মাসুদ রানা তিলু, কামাল হোসেন, বাজুবাঘা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি হাবিবুর রহমান, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জুবাইদুল হক সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।