তালার বিশেষ,প্রতিনিধি বাপ্পারাজ দে: এ যেন এক নিঃশব্দ যুদ্ধ, যে যুদ্ধে কোনো গোলা বারুদ নেই, নেই কোনো অস্ত্র। তবুও যেন প্রত্যেক দিন মৃত্যুর মিছিলে থমকে যাচ্চে এ বিশ্বের মানুষ। স্বজন হারা মানুষের কান্নার কোলাহল। এ যুদ্ধে কোনো প্রতিপক্ষ নাই অথচো সবাই সবার প্রতিপক্ষ। এ যুদ্ধের নাম”” করোনা””ভাইরাস (কভিড-১৯)
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন এর অধিবাসী। তার নাম “”সন্তোষ দত্ত “”আনুমানিক তার বয়স বিরানব্বই বছর (৯২)। কিছু দিন আগে তার জ্বর হয় আর সেখান থেকে তার করোনা। কিন্তু করোনার আর কোনো লক্ষণ তার মধ্যে দেখা যায়নি। তবুও তার জ্বর সারছিলো না কিছু দিন ধরে তার ছেলে তার অতি বৃদ্ধ বাবাকে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার ভালো সেবার জন্য তার ছেলে তাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে ccu তে ভর্তি করেন। তাকে দেখাশোনা করার জন্য তার ছেলের স্ত্রী ও সেখানে তার পাশে থেকে দিন রাত সেবা যত্ন করে তাকে সুস্থ্য করে তোলেন।
তবে তাকে বেশি দিন হসপিটালে থাকতে হয়নি
মাত্র ছয় দিন থাকার পরে তাকে ডাক্তার রিলিজ করে দেয়। তবে এতো তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠার পিছনে আছে আমাদের দেশের ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম। আর তার ছেলে ও তার স্ত্রীর সেবা যত্নের জন্য আজ সে মানুষ টা করোনা কে হারমানিয়ে পরম করুণাময়ী ঈশ্বরের কৃপায় তিনি আমাদের মাঝে আবার ফিরে এলেন। জীবনের পথে আবার হাঁটা শুরু করলেন। তার দীর্ঘায়ু কামনা করি। এই সব মানুষের পাশে আছি এবং থাকবে।