রাজশাহী ব্যুরো: আসন্ন তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।
ঝুঁকিপূর্ন ভোট কেন্দ্র গুলো হলো-
উপজেলার লালপুর সদর ইউনিয়নে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামানন্দপুর,চরজাজিরা।
ঈশ্বরদী ইউনিয়নে-
পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পুরাতন ঈশ্বরদী মরহুম হাজী আব্দুল বারী দারুল উলুম ফোরকানিয়া মাদ্রাসা,সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
চংধুপইল ইউনিয়নে- কামারহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,চংধুপইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নেগপাড়া দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসা।
বিলমাড়ীয়া ইউনিয়নে- বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়,বিলমাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোহরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহরকয়া নতুন পাড়া কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউট।
ওয়ালিয়া ইউনিয়নে-
ওয়ালিয়া মহিলা স্কুল এন্ড কলেজ,ওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়,ময়না শহীদ স্মৃতি রেজিঃ:বেস:প্রাথমিক বিদ্যালয়।
অর্জুনপুর-বরমহাটি(এবি) ইউনিয়নে-
শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়,অর্জুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডহরশৈল দাখিল মাদ্রাসা,সাহারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দুড়দুড়িয়া ইউনিয়নে-
নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভেল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেরিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দুয়ারিয়া ইউনিয়নে-
টিটিয়া ইবতেদায়ী মাদ্রাসা, রাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কলসনগর প্রাথমিক বিদ্যালয়।
এসব ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে স্থানীয় প্রশাসন বলে জানা গেছে।
এ বিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন,ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র গুলিতে আইন শৃংখলা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে এবং নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্র গুলিতে আইন শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা থাকবে।
এ বিষয়ে লালপুর উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) উম্মুল বানীন দ্যুতি বলেন,ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র গুলিতে আইন শৃংখলা বাহিনীর বিশেষ নজরে থাকবে।